
আগামী ২১ মে দ্বিতীয় ধাপে শুরু হতে যাচ্ছে পটুয়াখালী জেলার বাউফল উপজেলা পরিষদ নির্বাচন। ১ টি পৌরসভা,১৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত বাউফল উপজেলা পরিষদ।
বাউফল উপজেলা নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনি হাওয়া। বৃহস্পতিবার সূর্যমনি ইউনিয়ন এর অগ্রনী বিদ্যাপীঠ নুরাইনপুর মাঠে ঘোড়া,তালা,প্রজাপতি মার্কার পক্ষে উঠান বৈঠক করা হয়।

বিজ্ঞাপন
বৈঠকে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদ প্রার্থী জনাব আব্দুল মোতালেব হাওলাদার (ঘোড়া মার্কা), ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব রাহাত জামসেদ (তালা মার্কা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এডঃ ঝর্ণা বেগম( প্রজাপতি মার্কার)। বাউফল পৌরসভার সন্মানিত মেয়র জনাব জিয়াউল হক জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপ কমিটির সদস্য জনাব হাসিব আলম তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রার্থীরা জানান জনগণকে পাশে নিয়ে সকল উন্নয়ন মূলক কাজ করবেন,জনগনের সেবায় নিজেকে উৎসর্গ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।