
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাবো পুষ্টিমানে” এ প্রতিপাদ্য নিয়ে ❝৯মে হইতে ১৫ মে পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ❞ উপলক্ষে পুরুস্কার বিতরণী ও সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মে ২৪) সকাল ১০টার দিকে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে (জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪) এই পুরস্কার বিতরণ ও সমাপনী কর্মশালার আয়োজন করা হয়।
এসময় পুরুস্কার হিসেবে পুষ্টিকর গাছের চারা,ছাত্র – ছাত্রীদের শিক্ষা উপকরণ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নাজমুস সালেহীন সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলার কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা শিক্ষা অফিসার আবুল বাসার মোঃ বাহাউদ্দিন, লৌহজং পা উ বি প্রধান শিক্ষক শেখ মো.ফেরদৌস হেলাল সহ উপজেলার ও পরিবার পরিকল্পনার প্রতিনিধি ও হসপিটালের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।