
ফেসবুক গরম করতে প্রতিবছর গরম আসলেই আমরা গাছ লাগাতে ব্যস্ত হয়ে পড়ি। অথচ সারা বছর কোনো খোঁজ-খবর থাকে না। লক্ষ্য করলাম অনেক অরগানাইজেশান গাছ লাগাচ্ছে, আচ্ছা বলুনতো যে গাছগুলো লাগানো হচ্ছে এ গরমে এগুলো কি আদৌ বাঁচবে!?
গাছ লাগানোর নির্দিষ্ট সময় আছে, পরিচর্যার বিষয় আছে। গাছ হলো বাচ্চাদের মতো, সময় মতো যথাযথ পরিচর্যা করতে হবে। গাছেরও তো প্রাণ আছে। এই গরমে গাছ লাগালে ৮০-৯০% গাছই মারা যাবে। তাহলে এই গাছ গুলো মারার জন্য লাগালেন, না বাচানোর জন্য লাগালেন?
কিন্তু যারা গাছ লাগাচ্ছেন, তারা কি জানেন এখনআঝগ লাগানোর সময় না? এ সময় মাটির তাপমাত্রা চারাগাছের জন্য অনুপযোগী। বর্ষাকাল হচ্ছে সবচাইতে ভালো সময়।
কিন্ত তখন আবার আপনাদের সময় থাকবে না। কারন- গায়ে তো এমন গরম হাওয়া পাবে?ন না। মানে আপনার ভিতরের চেতনা ঘুমিয়ে যাবে।
দয়া করে গাছ লাগানোর নামে জ্যান্ত এই গাছগুলোকে মারবেন না। আসুন এখন প্রতিজ্ঞা করি এই অসময়ে নয়, সুসময়ে অর্থ্যাৎ বর্ষায.গাছ।