
ক্যাপস্টোন কোর্সের সমাপনী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করছেন মাননীয় সংসদ সদস্য দিনাজপুর -১ ( বীরগঞ্জ – কাহারোল) আসন থেকে নির্বাচিত আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা এমপি ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বীরগঞ্জ উপজেলা শাখা এবং ১৪৮ ময়মনসিংহ -৯ ( গৌরীপুর) আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি মহোদয় ও সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ গৌরীপুর উপজেলা শাখা।
ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স ২০২৪/১ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মে) মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) এই সমাপনী অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১৫ এপ্রিল ক্যাপস্টোন কোর্সটি শুরু হওয়া কোর্সটি শুরু হয়। সমাপনী কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক। এসময় তিনি ক্যাপস্টোন ফেলোদের মধ্যে সনদপ্রত্র বিতরণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআর জানিয়েছে, তিন সপ্তাহব্যাপী পরিচালিত এ কোর্সে সংসদ সদস্য, সিনিয়র সামরিক ও পুলিশ কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারী ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনীতিক এবং কর্পোরেট নেতাসহ ৩১ জন ফেলো অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে কোর্সটি সফলভাবে সমাপ্ত করায় সকল ফেলোদের অভিনন্দন জানান। তিনি জাতীয় নিরাপত্তা জোরদার করতে এবং বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকল ফেলোদের প্রতি আহবান জানান।
এছাড়াও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম।
১৯৯৬ সালের ৭ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। প্রতিরক্ষা বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজ প্রাঙ্গণে সাময়িকভাবে ১৯৯৯ সালের ১০ জানুয়ারি কলেজটি চালু করা হয়। জাতীয় প্রতিরক্ষা কলেজের বর্তমান অবস্থানের সন্নিকটেই ওই কলেজটি ছিল। প্রতিরক্ষা কলেজে প্রধানত দুই ধরনের শিক্ষাক্রম রয়েছে। জাতীয় প্রতিরক্ষা শিক্ষাক্রম এবং সশস্ত্র বাহিনীর যুদ্ধ সংক্রান্ত বিষয়াদি (এএফডব্লিউসি)। ব্রিগেডিয়ার জেনারেল বা তদুর্ধ পর্যায়ের একজন সামরিক কর্মকর্তার নেতৃত্বাধীন এ কলেজে চারটি শাখা রয়েছে।
২০০১ সালে জাতীয় প্রতিরক্ষা কলেজের অধীনে সশস্ত্র বাহিনী ওয়ার কলেজ প্রতিষ্ঠিত হয়। এর নেতৃত্বে ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রধান।[৩] সশস্ত্র বাহিনীসহ বেসামরিক কর্মকর্তাগণ জাতীয় প্রতিরক্ষা শিক্ষাক্রমের আওতাভু্ক্ত। প্রতিরক্ষাসহ জাতীয় নিরাপত্তা ব্যবস্থাপনা ও পরিচালনা বিষয়ে সশস্ত্র বাহিনী ও বেসামরিক কর্মকর্তাদের প্রশিক্ষিত করাই এ শিক্ষাক্রমের সার্বিক উদ্দেশ্যে।