
তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। একদিকে দাবদাহ অন্যদিকে দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ ও চাষিরা। শুধু মানুষ নয়, এর প্রভাব পড়েছে পশু পাখিদের ওপরও। দাবদাহ থেকে মুক্তি পেতে বরগুনা জেলার বিভিন্ন জায়গায় ইসতিসকার নামাজ আদায় করা হয় তারে মধ্যে আমতললী উপজেলায় আমতলী সরকারী কলেজ মাঠে এ নামাজ আদায় করা হয় নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে দাবদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।