
নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথমবারের মতো মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। তাঁর এই বিজয় যুক্তরাষ্ট্রে প্রগতিশীল রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কুয়োমোকে সমর্থন জানিয়ে মামদানি বলেন, “স্লিওয়াকে ভোট দেওয়া মানে মামদানিকে ভোট দেওয়া।”
এক্সিট পোল অনুযায়ী, রিপাবলিকান ভোটারদের বড় অংশ ডেমোক্র্যাট প্রার্থী কুয়োমোর দিকেই ঝুঁকেছেন — রিপাবলিকানদের ৬১% ভোট গেছে কুয়োমোর পক্ষে, আর স্লিওয়া পেয়েছেন মাত্র ৩৫%।
গত মাসের শেষ দিকে এক আবেগঘন ভাষণে মামদানি জানান, তিনি নিজের মুসলিম পরিচয় নিয়ে ‘বর্ণবাদী ও ভিত্তিহীন’ আক্রমণের মুখে পড়েছেন।
তিনি বলেন, “তারা এই নির্বাচনকে আমার ধর্মবিশ্বাসের ওপর গণভোটে পরিণত করতে চেয়েছিল, কিন্তু আমি লড়েছি নিউইয়র্কবাসীর জীবনযাত্রার ব্যয় সংকটের বিরুদ্ধে।”
জোহরান মামদানির এই জয় শুধু নিউইয়র্ক নয়, বরং সমগ্র আমেরিকায় মুসলিম ও অভিবাসী সম্প্রদায়ের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।