
মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে দুই দিনের সফরে মুম্বাই পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সফরের শুরুতেই তিনি জানিয়েছেন, এই চুক্তি যত দ্রুত সম্ভব বাস্তবায়নের জন্য তিনি কাজ শুরু করতে চান।
এই সফরে ব্যবসা, সংস্কৃতি ও শিক্ষা খাতের এক শতাধিক প্রতিনিধিকে সঙ্গে এনেছেন তিনি। তিন বছর আলোচনার পর গত মে মাসে চূড়ান্ত হওয়া মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে টেক্সটাইল, হুইস্কি, গাড়িসহ নানা পণ্যে শুল্ক হ্রাস এবং ব্যবসায়িক বাজারে প্রবেশাধিকারের সুযোগ বাড়ানো হয়েছে।
চুক্তির ফলে বিশ্বের পঞ্চম ও ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ দুটি ২০৪০ সালের মধ্যে আরও ২৫.৫ বিলিয়ন পাউন্ড (প্রায় ৩৪ বিলিয়ন ডলার) বাণিজ্য বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, এই পূর্বাভাস কেবল সূচনা, সীমা নয়।
মুম্বাইয়ে ব্যবসায়িক প্রতিনিধিদের উদ্দেশে স্টারমার বলেন, “এই চুক্তি আমাদের জন্য বিশাল সুযোগ তৈরি করেছে। আমি আমার টিমকে নির্দেশ দিয়েছি যেন এটি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হয়।” তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো ব্যবসায়ীদের জন্য সুযোগগুলো কাজে লাগানো সহজ করা।”
বৃহস্পতিবার স্টারমার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। উভয় দেশই আগামী এক বছরের মধ্যে চুক্তি অনুমোদন ও কার্যকর করার আশাবাদ ব্যক্ত করেছে।
অর্থনৈতিক প্রবৃদ্ধি এখন যুক্তরাজ্য সরকারের প্রধান অগ্রাধিকার। বাণিজ্য সংস্থাগুলোর মতে, সরকারের উচিত ব্যবসার ওপর নতুন কর না আরোপ করে ভারতের মতো দেশ ও উপসাগরীয় অঞ্চলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করা।
সূত্র: রয়টার্স