
দেশের অর্থনৈতিক উন্নয়নের ৯০ ভাগ সফলতা আসে ব্যবসা থেকে। সততার সাথে হালাল ও ত্রুটিমুক্ত ব্যবসায়ীগণ মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পাশাপাশি জান্নাতে অবস্থান করবেন এবং অসত ব্যবসায়ীরা যাবে জাহান্নামে—এ সত্যকে ধারণ করে কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই.বি.ডব্লিউ.এফ)-এর দ্বি-বার্ষিক সম্মেলন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টায় কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত সম্মেলনে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর (সাবেক) অডিট কমিটির চেয়ারম্যান জনাব মোঃ শহিদুল ইসলাম।
তিনি বলেন—“ব্যবসায়ীগণ হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। ব্যবসা-বাণিজ্য যতই সম্প্রসারিত হবে, দেশের অর্থনীতির চাকা ততই শক্তিশালী হবে ইনশাআল্লাহ।”
আই.বি.ডব্লিউ.এফ কুড়িগ্রাম জেলা শাখার সহসভাপতি এসএম শফিকুল হক-এর সঞ্চালনায় এবং জেলা শাখার সভাপতি মোঃ জহুরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কুড়িগ্রাম জেলা শাখার প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোগক্তা মাওলানা আবদুল মতিন ফারুকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের রংপুর জোনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ আনোয়ারুল ইসলাম এবং মোঃ জিল্লুর রহমান।
আরও বক্তব্য রাখেন—সংগঠনের কুড়িগ্রাম জেলা শাখার উপদেষ্টা মাওলানা মোঃ নিজাম উদ্দিন,নাগেশ্বরী-ভুরুঙ্গামারীর উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ারুল ইসলাম,কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার,বিশিষ্ট শিল্পপতি ও মোহাম্মাদিয়া হাসপাতাল রৌমারী, কুড়িগ্রামের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক,কুড়িগ্রাম শহর শাখার উপদেষ্টা মোঃ আব্দুস সবুর খান।পবিত্র কুরআন তেলাওয়াত করেন বিশিষ্ট সমাজসেবক ও বক্তা মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী।
প্রধান আলোচক মাওলানা আবদুল মতিন ফারুকী বলেন—“হালাল রুজি অন্বেষণ করা একটি ফরজের পর আরেকটি ফরজ।”
সংগঠনের ঘোষিত উদ্দেশ্য হলো—
ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক, সামাজিক ও ব্যক্তিগত সম্পর্ক প্রতিষ্ঠা ও সুদৃঢ় করা।
ব্যবসায়িক ও আর্থিক সততা রক্ষা করে ব্যবসা পরিচালনায় সবাইকে উদ্বুদ্ধ ও সহযোগিতা করা।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, গোলটেবিল বৈঠক, টকশো ও বাণিজ্য মেলার আয়োজন।
ব্যবসায়ীদের আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ নিশ্চিত করা।
সম্ভাবনাময় উদ্যোক্তা তৈরি এবং প্রয়োজনীয় কৌশলগত সহযোগিতা প্রদান।
সমাজসেবা, সংস্কার ও সমাজকল্যাণমূলক কাজে সক্রিয় অংশগ্রহণে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করা।
দ্বি-বার্ষিক সম্মেলনে আগামী দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জহুরুল ইসলাম সভাপতি, এসএম শফিকুল হক সহসভাপতি এবং আশরাফুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান