
বিশিষ্ট ইসলামি বক্তা ও স্কলার ডা. জাকির নায়েক চলতি নভেম্বর মাসের শেষ দিকে ঢাকায় আসার পরিকল্পনা করায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল আশা প্রকাশ করেন, নায়েক বাংলাদেশে এলে তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস. এম. মাহবুবুল আলম বলেন, “আমরাও বিশ্বাস করি, কোনো দেশের পলাতক বা অভিযুক্ত ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়। বিষয়টি আমাদের নজরে আছে।”
সূত্র জানায়, বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত ডা. জাকির নায়েক আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিতে পারেন। অনুষ্ঠানের আয়োজন করেছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট, যা আগারগাঁও এলাকায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ভারতের মন্তব্য ও উদ্বেগ বিবেচনায় বাংলাদেশ বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তবে তারা বলছে, নায়েকের ভ্রমণ যদি বৈধ ও অনুমোদিত হয়, তাহলে তা স্বাভাবিক প্রক্রিয়ায় সম্পন্ন হবে।