
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬–২০২৮ কার্যকালের জন্য ‘আমীর’ হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
জানা গেছে, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে জামায়াতের সদস্য (রুকন)দের ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শেষে সংশ্লিষ্ট টিম ভোট গণনা সম্পন্ন করে। পরে প্রধান নির্বাচন কমিশনার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন, যেখানে সর্বাধিক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান পরবর্তী তিন বছরের জন্য আমীর নির্বাচিত হন।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন প্রক্রিয়া পুরোপুরি গোপন ও গণতান্ত্রিকভাবে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন শাখা ও অঞ্চলের সদস্যরা সরাসরি বা ডাকযোগে ভোট প্রদান করেছেন।