
বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত না হলে সেই নির্বাচন মূল্যহীন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে পৌঁছে স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, “বাংলাদেশে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনের কোনো কার্যকারিতা থাকবে না।” তিনি আরও জানান, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই অব্যাহত থাকবে এবং এই লড়াইয়ে জামায়াত জনগণের পাশে থাকবে।
এ সময় প্রবাসীদের ভোটার হওয়ার সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানান তিনি।
এগুম খুন মামলায় অভিযুক্ত ২৫ সেনা কর্মকর্তার বিচার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা যেকোনো অপরাধের বিরোধী। সেটা সেনাবাহিনীর কেউ করুক বা অন্য কেউ, অপরাধী মানে অপরাধী। আমরা সর্বত্রই এ অবস্থান জানিয়ে আসছি।”
সংবাদ সম্মেলন শেষে তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ ফেরার পথে লন্ডনে যাত্রাবিরতির সময় তিনি স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি লুটন শহরে জুমার নামাজ শেষে একটি সমাবেশে অংশ নেবেন। এছাড়া বার্মিংহ্যাম ও লেস্টার শহরেও দুটি সমাবেশে যোগ দেবেন। শনিবার সকালে হিথ্রো বিমানবন্দর থেকে তিনি বাংলাদেশগামী ফ্লাইটে যাত্রা করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে জামায়াতে ইসলামীর মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, দলটির প্রতিনিধি ও ‘সেভ বাংলাদেশ’-এর চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতারা।