
হাসান আলী, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বালিয়াডাঙ্গী উপজেলার ৫নং দুওসও ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যান ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ইউনুস আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ঠাকুরগাঁও জেলা শাখার সহ সভাপতি মোহাম্মদ বদরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হায়দার আলী এবং উপজেলা সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ খলিলুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন আমির অধ্যাপক মাওলানা বসির উদ্দিন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোঃ জহিরুল ইসলাম জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কর্মীবৃন্দ।
প্রধান অতিথি মোহাম্মদ বদরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন,
“শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজে ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার বাস্তবায়ন ও শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
উপজেলা সভাপতি হায়দার আলী তাঁর বক্তব্যে বলেন,
“আমরা চাই প্রতিটি শ্রমজীবী মানুষ ইসলামী চেতনায় উজ্জীবিত হোক এবং সমাজে নৈতিকতা ও ন্যায়ের ভিত্তিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করুক।”
উপজেলা সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ খলিলুর রহমান বলেন,
“আজকের এই কর্মী সমাবেশের মাধ্যমে আমরা আমাদের সংগঠনের ঐক্য ও শক্তিকে আরও সুসংগঠিত করতে চাই। ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে শ্রমিক ভাইদের ভূমিকা অনন্য।”
সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার, সামাজিক দায়িত্ববোধ এবং ইসলামী আদর্শে পরিচালিত কর্মজীবনের গুরুত্ব নিয়ে বিশদভাবে আলোচনা করেন।
অবশেষে দুওসুও ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইউনুস আলী সকল অতিথি ও কর্মীদের ধন্যবাদ জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।