
মো: ফেরদৌস আহমেদ মিরাজ, রাজারহাট, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম, ১৩ অক্টোবর ২৫ – মাদক প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে একটি সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি ১৩ অক্টোবর (সোমবার) বাদ মাগরিব ছিনাইহাট বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ আয়োজন করে ছিনাইহাট বড়গ্রাম রক্তযোদ্ধা সংগঠন, সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম। বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ নাজমুল আলম, অফিসার ইনচার্জ, রাজারহাট থানা; মাওলানা মোঃ কফিল উদ্দিন, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজারহাট উপজেলা শাখা ও সাবেক ভাইস চেয়ারম্যান, রাজারহাট উপজেলা পরিষদ; হাফেজ মোস্তাফিজুর রহমান মোস্তাক, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছিনাই ইউনিয়ন শাখা এবং জনাব মোঃ আমিনুল ইসলাম, সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাজারহাট উপজেলা শাখা সহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ মজিবুর রহমান, সমাজসেবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তি। সমন্বয়কের দায়িত্ব পালন করেন আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, সাম্যবাদী সমাজ কল্যাণ সংগঠন, ছিনাইহাট।
বক্তারা বলেন, “মাদক কেবল একজন মানুষকে নয়, পুরো পরিবার ও সমাজকেও বিপথে ঠেলে দেয়। তাই তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পারিবারিক, সামাজিক ও প্রশাসনিক উদ্যোগ একসঙ্গে কাজ করা প্রয়োজন।”
আয়োজকরা উল্লেখ করেন, এলাকার যুব সমাজকে মাদকমুক্ত রাখা এবং সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনই এ উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্রছাত্রী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।