
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটিকে আগামী সংসদের ওপর নির্ধারণ করার আহ্বান জানান। সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, সংসদীয় পদ্ধতির মাধ্যমে বিষয়টি বিচার করা উচিত, কারণ এটি নতুন ও উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ব্যাপার; নিম্নকক্ষে তা বাস্তবসম্মত নয়। তিনি আরও জানান, আগামী নির্বাচনে জনগণ আবারো ভোট দিয়ে সিদ্ধান্ত দেবেন যে দেশটি কতটা অসাম্প্রদায়িক। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিতে বিভিন্ন প্রক্রিয়া চালানো হচ্ছে, তবে সেগুলো বিঘ্নিত করার নানা প্রচেষ্টা লক্ষ করা যাচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, হঠাৎ করে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি এনে তাড়াহুড়া করে আন্দোলন করা ঠিক নয়; এই বিতর্কিত ইস্যুটি আগামী সংসদের সূচনায় রেখে সেখানে পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া উচিত।