
মোঃহাসান আলী, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
আজ বুধবার বিকেলে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষক সমাজের অধিকার, মর্যাদা ও সামাজিক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশন বালিয়াডাঙ্গী উপজেলার সভাপতি মো: আব্দুর রসীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন ঠাকুরগাঁও জেলা সভাপতি জনাব মোঃ ফিরোজ বিশ্বাস এবং বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম।
প্রধান অতিথি মাওলানা আব্দুল হাকিম তাঁর বক্তব্যে বলেন,
> “শিক্ষক সমাজ জাতির বিবেক। শিক্ষকদের মর্যাদা রক্ষা না হলে সমাজে নৈতিক মূল্যবোধ টিকে থাকতে পারে না। শিক্ষকরা শুধু পাঠদানের মাধ্যমে নয়, সমাজ গঠনের নেতৃত্ব দেন। তাই তাদের সম্মান ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া জরুরি।”
ঠাকুরগাঁও জেলার আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মোঃ ফিরোজ বিশ্বাস বলেন,
> “আমরা চাই শিক্ষকরা সমাজে প্রাপ্য সম্মান পান। শিক্ষক সমাজকে অবমূল্যায়ন করা মানে জাতির ভবিষ্যৎকে অবমূল্যায়ন করা। তাই শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।”
এছাড়া অধ্যাপক রফিকুল ইসলাম বলেন,
> “একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যপুস্তক নয়, নৈতিকতা ও মানবতার পাঠ দেন। সমাজের পরিবর্তনে শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সমাজে নেতৃত্বের ভূমিকা নিতে হবে।”
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক ব্যক্তিত্ব এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেষে শিক্ষক সমাজের ঐক্য ও মর্যাদা রক্ষায় দোয়া ও শুভকামনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।