
সত্য প্রকাশ ন্যায়ের সাথে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, দেশের মাদ্রাসাগুলোকেও ক্রিকেটের আওতায় আনতে পরিকল্পনা করা হচ্ছে। নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর প্রথম সভাতেই এই বিষয়ে আলোচনা হয়।
বুলবুল বলেন, দেশে লাখ লাখ মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্য থেকেও যোগ্য ক্রিকেটার তৈরি হতে পারে, তাই তাদের অংশগ্রহণের সুযোগ তৈরি করতে চায় বিসিবি। তিনি আরও জানান, প্রাথমিকভাবে সংক্ষিপ্ত ফরম্যাট—টি-টোয়েন্টি আকারে টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করা হচ্ছে।
আগে থেকেই স্কুল ক্রিকেটের আয়োজন থাকলেও এবার প্রথমবারের মতো মাদ্রাসা পর্যায়েও ক্রিকেট চালুর পরিকল্পনা বিসিবির। এতে নতুন প্রজন্মের আরও বৃহত্তর অংশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে।