
মানিকগঞ্জে আলোচিত স্বর্ণালংকার ডাকাতির ঘটনায় বেরিয়ে এসেছে অবিশ্বাস্য তথ্য। তদন্তে জানা গেছে, নিজের গচ্ছিত স্বর্ণালংকার হাতিয়ে নিতে ভাড়াটে ডাকাত ভাড়া করেছিলেন স্বর্ণ ব্যবসায়ী শুভ দাস (৩৫)। পরিকল্পনা অনুযায়ী নাটকীয়ভাবে নিজের দোকানেই ডাকাতির ঘটনা ঘটান তিনি।
পুলিশ জানায়, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ডাকাতি হওয়া ৩৯ ভরি ৭ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ সদর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন।
গ্রেপ্তার পাঁচজন হলেন— দোকান মালিক শুভ দাস (৩৫), মোটরসাইকেল মেকানিক আমানত হোসেন রানা (২৭), এবং তাদের সহযোগী সোহেল মিয়া (২১), শরিফ খান (২২) ও সবুজ মিয়া (২৭)। তারা সবাই মানিকগঞ্জ সদর উপজেলার কান্দাপৌলি এলাকার বাসিন্দা।
পুলিশের তথ্যমতে, মাসখানেক আগে শুভ দাস ও রানা মিলে এই ডাকাতির পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী গত শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে বারোটার দিকে শহরের স্বর্ণকারপট্টির ‘অভি জুয়েলার্স’ দোকানে সাজানো ডাকাতির ঘটনা ঘটে।
নাটকটি আরও বিশ্বাসযোগ্য করতে, শুভ দাস নিজেই নিজের গায়ে ছুরিকাঘাত করে আহত হন, যাতে ঘটনাটি বাস্তব মনে হয়।
তদন্তে জানা যায়, স্বর্ণ ডাকাতির জন্য শুভ দাস ও আমানত রানা পাঁচ লাখ টাকায় মৌখিক চুক্তি করেন। ডাকাতি সম্পন্নের আগেই শুভ দাস ৪৫ হাজার টাকা অগ্রিম দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা পুরো ঘটনাটিই ‘নিজেদের সাজানো নাটক’ হিসেবে স্বীকার করেছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা স্বর্ণালংকারসহ আসামিদের আদালতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ।