
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার টোকমাথা বাজারে অবস্থিত টি. জে লিংকিং ইউনিট নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
নিয়োগের পদবী ও সংখ্যা
প্রতিটি পদে একজন করে স্টাফ নিয়োগ দেওয়া হবে এবং ডিউটি হবে ফুলটাইম।
—যোগ্যতা ও শর্ত
সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
দায়িত্বশীল, পরিশ্রমী ও নিয়মিত কাজে আগ্রহী হতে হবে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
বয়সসীমা: নির্ধারিত নয়
আবেদন শুরুর তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৫
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫
বেতন ও সুবিধা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল :টোকমাথা বাজার, কাউনিয়ার চর, দেওয়ানগঞ্জ, জামালপুর।
যোগাযোগ
এইচআর এডমিন:
গোলাম মোস্তফা 01852-649903
প্রোডাকশন ম্যানেজার:
হাফিজুর রহমান হাফিজ 01601-175515