
মানিকগঞ্জ প্রতিনিধি, মোমিনুর রহমান:
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় প্রতিনিয়ত ঘটে যাওয়া অনিয়ন্ত্রিত ড্রাইভিং ও সড়ক দুর্ঘটনার কারণে জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। রবিবার ব্যবসায়ী নেতা মো. আনিসুর রহমান (আলমাস) নেতৃত্বে জেলা প্রশাসক ও জেলা সড়ক বিভাগে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
ব্যবসায়ীরা জানান, প্রতিদিন দুর্ঘটনার কারণে মানুষের প্রাণহানি ঘটছে এবং ব্যবসার পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
মো. আনিসুর রহমান (আলমাস) বলেন,
“সরকার দেশের উন্নয়নের ধারাবাহিকতায় বহু পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু মানিকগঞ্জ শহরে যানজট, অনিয়ন্ত্রিত ড্রাইভিং এবং অব্যবস্থাপনার কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”
তিনি আরও যোগ করেন,”মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এখানে যানজট নিরসন ও দুর্ঘটনা রোধে যথাযথ উদ্যোগ নিতে হবে। এছাড়া ব্যবসার অনুকূল পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় স্থাপনা তৈরি ও সড়ক সংস্কার জরুরি।”
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসস্ট্যান্ড এলাকার স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ীরা, যার মধ্যে জনাব আব্দুল হক বিশ্বাস, নাসির এবং গুলাম রাব্বানী উল্লেখযোগ্য।
ব্যবসায়ীদের মূল দাবি:
1. অনিয়ন্ত্রিত ড্রাইভিং ও দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
2. বাসস্ট্যান্ডে স্থায়ী গোলচত্বর (Roundabout) নির্মাণ।
3. বাসস্ট্যান্ড এলাকার সড়ক সংস্কার ও উন্নয়ন।
4. ব্যবসার উন্নয়নে স্থানীয় জনগণ ও বিশেষজ্ঞদের মতামত গ্রহণপূর্বক কার্যকর পদক্ষেপ।