
সত্য প্রকাশ ন্যায়ের সাথে
মো. ফরহাদ , মুন্সীগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মুন্সীগঞ্জে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকেল ৫টায় রমনা রেস্তোরাঁয় বিএনপির প্রতিষ্ঠাতা, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে দলের যাত্রা শুরু করেন।
দীর্ঘ দেড় যুগ পর অনুকূল পরিবেশে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মুন্সীগঞ্জে আনন্দ র্যালি ও সমাবেশসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ জেলা শহরে সুপার মার্কেট সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ে সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে নেতাকর্মীরা। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় শোভাযাত্রা। এরআগে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন, ক্যাপ, টি শার্ট পরে বাদ্যযন্ত্র বাজিয়ে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা জেলা শহরের বিএনপি কার্যালয়ে সামনে এসে উপস্থিত হন।
এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ, সদস্য ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র একেএম ইরাদত মানু, সদস্য শহীদুল ইসলাম শহীদ, শেখ মো. আব্দুল্লাহ্, শাহাদাত হোসেন সরকার, আমির হোসেন দোলন, অপু চাকলাদার, রহিমা সিকদার, মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আব্দুল মতিন, জেলা যুবদলের আহবায়ক মো. মজিবর রহমান দেওয়ান, সদস্য সচিব মু. মাসুদ রানা, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহবায়ক মো. মহসিন মিয়া, শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির, জেলা ছাত্রদল সভাপতি মো. আবুল হাসেমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।