
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ২১নং হল সংসদে সাধারণ সম্পাদক (জি.এস) পদে লড়ছেন সুদূর কুড়িগ্রাম এর চর রাজিবপুর থেকে পড়তে আসা শিক্ষার্থী মো: ওয়ালী উল্লাহ আল মাহদী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
মাহদী বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের “কোরআন এন্ড কালচারাল স্ট্যাডি ক্লাব” এর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং আধা সামরিক বাহিনী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিএনসিসি কন্টিনজেন্ট এর সাবেক সার্জেন্ট এবং বিশ্ববিদ্যালয় প্লাটুনে সাবেক ইনচার্জ (প্রধান) দায়িত্ব পালন করেছেন।
২১ নং হলের আবাসিক শিক্ষার্থী মনির বলেন,
দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচনে মাহদীর সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ তাকে ২১নং হল সংসদ নির্বাচনে জি.এস পদে নমিনেশন পত্র উত্তোলন করতে উদ্বুদ্ধ করেন।প্রতিদ্বন্দ্বিতায় তিনি বাকিদের থেকে এগিয়ে আছেন বলে তার সহপাঠীরা মনে করেন।
আসন্ন জাকসু নির্বাচন ২০২৫ এ তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন,” আমি শিক্ষার্থীদের ভয়েস হতে চাই। নির্বাচিত হলে ২১ নং হলের সমস্যা সমাধান এবং শিক্ষার্থীদের দাবির আলোকে হলের সার্বিক উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করবো ইনশা আল্লাহ।”
তিনি নির্বাচনি ইশতিহার হিসেবে বলেন ,
“আমি হল সংসদে নির্বাচিত হলে ২১নং হলে হল প্রশাসনের সহযোগিতায় কয়েকটি ক্ষেত্রে কাজ করতে চাই। যেমন:
সর্বোপরি, ২১ নং হলকে একটি শিক্ষাবান্ধব এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ উপহার দিতে চাই। যেখানে অবস্থানকারী প্রতিটি শিক্ষার্থী কাঙ্ক্ষিত পরিবেশ পেয়ে জাতীয় জীবনে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে ইনশা আল্লাহ্। প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা সাধারণ শিক্ষার্থীর কন্ঠস্বর হয়ে তাদের স্বপ্নপূরণে কাজ করতে চাই এবং ক্যাম্পাস প্রাঙ্গণে অপরাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে চাই।”
এসএস/আমার কথা