
সত্য প্রকাশ ন্যায়ের সাথে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রার্থী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতা আবু সাদিক কায়েম বলেছেন, “ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে যারা দিল্লির বয়ান শোনাচ্ছে, শিক্ষার্থীরা তাদের লালকার্ড দেখাবে। ৯ সেপ্টেম্বর ব্যালট বিপ্লব হবে, আমাদের প্যানেলের বিজয় হবে।”
রোববার (৩১ আগস্ট) দুপুরে ডাকসুর সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়েই তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনেকেই শিক্ষার্থীদের কথা চিন্তা না করে ‘দিল্লির বয়ান’ ও ‘বাকশালী বয়ান’ প্রচার করছে। তিনি দাবি করেন, শিক্ষার্থীবান্ধব কাজের ধারাবাহিকতায় তাদের প্যানেলকে সমর্থন দেবে সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “আমাদের ছবি বিকৃতির অভিযোগ নিয়ে প্রশাসনের কাছে লিখিতভাবে জানিয়েছি। অথচ তিন দিন পার হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ ঘটনার ছবি ও ভিডিও সবই প্রশাসনের কাছে রয়েছে।”
তিনি আরও যোগ করেন, এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে কি না—সে বিষয়ে শঙ্কা থেকেই যায়।