
সত্য প্রকাশ ন্যায়ের সাথে
বিশেষ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে ১০২ পিস ইয়াবাসহ ওসমান গণি (২৮) নামের এক কারবারি ও কুড়িগ্রামের রৌমারীতে ১৫ পিস ইয়াবাসহ ফারুক হোসেন (২৮) নামের আরেক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৯ আগস্ট) ৩৫ জামালপুর ব্যাটালিয়নের অধিনস্থ বিভিন্ন এলাকায় থেকে ভারতীয় ওষুধ, গরু ও মাদকসহ দুই কারবারিকে আটক করা হয়।
আটক মাদক কারবারিরা হলেন- ওসমান গণি বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা এলাকার মৃত কাবিল হোসেনের ছেলে ও কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর পশ্চিম পাড়া এলাকার রইচ উদ্দিনের ছেলে ফারুক হোসেন।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক ( ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মো. ইমাম হোসেন।
মো. ইমাম হোসেন জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১-৩-এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেয়ারচর রাবার ড্যাম সেতু এলাকা থেকে ১৫ পিস ইয়াবাসহ ফারুক হোসেন নামের এক কারবারিকে আটক করে খেয়ারচর ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা।
এছাড়াও একই দিন সকল পৌনে ৯টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
আন্তর্জাতিক সীমানা পিলার ১০৮২-এমপি থেকে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বকশীগঞ্জের রামরামপুর বাজার সংলগ্ন সেতু এলাকায় অভিযান চালায় কামালপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা। এ সময় ১০২ পিস ইয়াবাসহ ওসমান গণি নামের আরেক কারবারিকে আটক করা হয়।
অপরদিকে সকাল সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫১-২-এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর নামক স্থান থেকে ভারতীয় ৪টি গরু আটক করে সাহেবের আলগা ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা ও দুপুর আড়াইটার দিকে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭৭-এমপি থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব পাথরেরচর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১৯৮০পিস ভারতীয় ওষুধ উদ্ধার করে পাথরেরচর ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা।
তিনি আরও জানান,জব্দকৃত মাদকদ্রব্যসহ আসামীকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও জব্দকৃত গরুগুলো রৌমারী কাষ্টমসে জমা করা হয়েছে ও জব্দকৃত ভারতীয় ঔষধ ব্যাটালিয়ন সদরে ধ্বংস করার কার্যক্রম প্রক্রিয়াধীন এবং মাদকদ্রব্যসহ আসামীকে বকশীগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।#