
সত্য প্রকাশ ন্যায়ের সাথে
দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান একদিনেই ১ হাজার ৫১৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৯৮২ জনকে বিভিন্ন মামলা ও পরোয়ানাভুক্ত আসামি হিসেবে আটক করা হয়েছে। বাকি ৫৩৩ জনকে অন্যান্য অপরাধমূলক ঘটনায় জড়িত থাকার কারণে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) শুক্রবার (২৯ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানের সময় বিপজ্জনক অস্ত্রের একটি বড় জোগাড়ও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি রিভলবার, একটি ১২ বোর একনালা বন্দুক, একটি এলজি বন্দুক, একটি পিস্তল, একটি জি-৩ রাইফেল, একটি এমএ ভেরিয়েন্ট রাইফেল, একটি এলএম-১৬ ভেরিয়েন্ট রাইফেল, একটি দেশীয় এলজি, একটি পাইপগান, ৯টি ম্যাগাজিন, ৭ রাউন্ড কার্তুজ এবং ৫১১ রাউন্ড গুলি। এছাড়া তিনটি চাপাতি ও দুটি চাইনিজ কুড়ালও উদ্ধার করা হয়েছে।