
সত্য প্রকাশ ন্যায়ের সাথে
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, “আমরা এমন সরকার গঠন করতে চাই, যে সরকারে থাকবে সব ভালো মানুষ। আপনারা জনগণ কোনো খারাপ মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন না।”
শুক্রবার (২৯ আগস্ট) বিকালে কুমিল্লার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের মমতাজ আহমেদ ভবন মাঠে পৌর এলডিপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, “আমার দেখা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালো মানুষ। তিনি সরকারে থাকাকালে দেশের টাকা বিদেশে পাঠাননি। অথচ স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমলে দেড় লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। আবু সাঈদ ও মুগ্ধদের মতো শহীদের রক্তের বিনিময়ে আমরা ভোটাধিকার অর্জন করেছি, সেটি রক্ষায় আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।”
সম্মেলনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেন, মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা জাতি ভুলতে পারেনি। তিনি বলেন, “তাদের নেতৃত্বেই আলবদর, আলসামস ও রাজাকার বাহিনী পাকিস্তানি সেনাদের সহযোগী হয়েছিল। এখনো তারা সেই মানসিকতা ধরে রেখেছে।”
পিআর পদ্ধতির নির্বাচন প্রসঙ্গে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের জন্য এ পদ্ধতি অযৌক্তিক এবং আইনগতভাবে অগ্রহণযোগ্য। নেপালে এই পদ্ধতিতে ১০ বছরে ছয়বার সরকার পরিবর্তন হয়েছে। তাই সদ্য ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচনে অংশ নিতে সব রাজনৈতিক দলকে আহ্বান জানাই।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীরবিক্রম।
চান্দিনা পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা এলডিপি সভাপতি একেএম শামছুল হক মাস্টার, এলডিপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মো. আবুল কাশেম, চান্দিনা উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের এবং গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি।