
সত্য প্রকাশ ন্যায়ের সাথে
আগামীর বাংলাদেশে তরুণ প্রজন্মই রাজনীতিতে গুণগত ও ইতিবাচক পরিবর্তন আনতে পারবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৫–এ মূল বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
তৌহিদ হোসেন বলেন, “স্বাধীনতার এত বছর পরও আমরা আমাদের সাংবিধানিক কিংবা অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারিনি। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না আনলে এ সমস্যার সমাধান হবে না। কেবল দায়িত্ব গ্রহণ করাই রাজনীতি নয়, বরং রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত।”
এ সময় তিনি তরুণদের উদ্দেশে বলেন, “বাংলাদেশের রাজনীতিতে তরুণদের সম্পৃক্ততা আগামী দিনের পরিবর্তনের জন্য অপরিহার্য। তরুণরাই গুণগত পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবে।”
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “তাদের যদি নিজ দেশে ফেরত পাঠানো না যায়, তবে আগামী দশকেও এ অঞ্চলের মানুষকে এ সমস্যার ভোগান্তি পোহাতে হবে।”