
সত্য প্রকাশ ন্যায়ের সাথে
নাজমুল ইসলাম, জেলা প্রতিনিধি, দিনাজপুর।
বিরল উপজেলার কাঞ্চন মোড়ে অবস্থিত জীবন মহল পার্ক ও রিসোর্টে অসামাজিক ও অশ্লীল কার্যকলাপের প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচিকে ঘিরে উভয় পক্ষের মাঝে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় তাওহীদি জনতার ব্যানারে প্রতিবাদ মিছিলের আয়োজন করে ইসলাম প্রিয় জনতা। একই সময়ে জীবন মহলের মালিক ড. জীবন চৌধুরী পাল্টা কর্মসূচি ঘোষাণা করলে এ সংঘর্ষ হয়। প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সমাবেশ করছিলাম হঠাৎ করে ডক্টর জীবন চৌধুরী ভাড়াটে গুন্ডা বাহীনি আমাদের ওপর অতর্কিত হামলা করে এবং ভাঙচুর করে গণমাধ্যম কর্মীদের গাড়ি। এতে উভয়পক্ষের প্রায় অর্ধশতাধিক কর্মী আহত হওয়ার দাবি করা হলেও হতাহতদের তাৎক্ষণিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এসময় বিক্ষুপ্ত জনতা ক্ষোভে ফেটে পড়েন এবং জীবন মহলের ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি সংঘর্ষে রূপ নিলে ঘটনাস্থলে এসে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি)সহ বিরল থানা পুলিশ। পরক্ষণেই উপস্থিত হোন সেনাবাহিনীর একটি টিম এবং উপস্থিত হোন দিনাজপুর জেলার ডিসি জনাব রফিকুল ইসলাম ও দিনাজপুর জেলা পুলিশ সুপার জনাব মারুফাত হোসাইন। বিক্ষোভ কারীরা ড. জীবন চৌধুরীকে গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করলে পুলিশ সুপার বলেন, উপযুক্ত তথ্য প্রমানের ভিত্তিতে ডঃ জীবন চৌধুরীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে আশ্বাস প্রদান করেন। এবং বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ তুলে নেন।
উল্লেখ্য, গত ১৬ ই আগস্ট বিরল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ইশতেহাক আহমেদ এর নেতৃত্বে জীবন মহলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জীবন মহলের ম্যানেজারসহ সাত জন যুবক যুবতীকে অসামাজিক কার্যকলাপের দায়ে গ্রেফতার করেন।