
সত্য প্রকাশ ন্যায়ের সাথে
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের সহায়তায় সহিদুল হক (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভজনপুর বাজারে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বিকেলেই ওই যুবক ব্যাংকের ভেতরে ঢুকে লুকিয়ে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ব্যাংকের নাইটগার্ড রাতে খাবারের জন্য নিচে নামেন। কিছুক্ষণ পর তিনি ব্যাংকের ভেতরে লাইট জ্বলতে দেখতে পান এবং শব্দ শুনে সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তাদের খবর দেন এবং স্থানীয়দের সহযোগিতা চান। পরে পুলিশ ও এলাকাবাসী ব্যাংকের ভেতরে প্রবেশ করে ওই যুবককে আটক করে।
তল্লাশি চালিয়ে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া ব্যাংকের টাকা রাখার ভল্ট ভাঙার চেষ্টার চিহ্নও পাওয়া যায়।
ব্যাংকের প্রহরী আনিস বলেন, “রাতে বাইরে থেকে হঠাৎ ব্যাংকের ভেতরে আলো জ্বলতে দেখি। একই সঙ্গে অস্বাভাবিক শব্দও শুনতে পাই। একা প্রবেশের সাহস পাইনি। তাই ম্যানেজার ও স্থানীয়দের খবর দিই। পরে সবাই মিলে ব্যাংকের ভেতরে গিয়ে ডাকাতকে হাতে-নাতে ধরি।”
স্থানীয় ইউপি সদস্য তবিবর রহমান বলেন, “ধারণা করা হচ্ছে আটক যুবক বিকেলেই ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিল। রাতে সবাই বের হলে সুযোগ বুঝে ডাকাতির চেষ্টা করে।”
তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদ ডাকাতির চেষ্টার ঘটনা নিশ্চিত করে বলেন, “ব্যাংকে ডাকাতির চেষ্টা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আটক যুবককে থানায় নেওয়া হয়েছে এবং এ বিষয়ে তদন্তসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”