
সত্য প্রকাশ ন্যায়ের সাথে
কুড়িগ্রামের উলিপুরে ১৬ কেজি গাঁজা ও ১টি অটোরিক্সা জব্দসহ ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিবি পুলিশ
কুড়িগ্রাম, ২৭ আগস্ট ২০২৫ খ্রি. কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানা যায়- কুড়িগ্রাম জেলার উলিপুর থানাধীন আনন্দ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি অটোরিক্সা জব্দসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী থানাধীন চন্দখানা এলাকার মোঃ গোলজার হোসেন (২৫), মোঃ সবুজ মিয়া (২১) ও বুড়ির চর এলাকার মোঃ রাসেল মিয়া (২৩)।
বুধবার (২৭ আগস্ট ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ১২.৩০ ঘটিকায় উলিপুর থানাধীন আনন্দ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ উক্ত মাদক কারবারিদের গ্রেফতার করা হয়।
অপরদিকে, কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানাধীন সুইসগেট এলাকা থেকে ৭৮ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানাধীন চেংটিমারী এলাকার মোঃ হারুনর রশীদ (২৫)।
বুধবার (২৭ আগস্ট ২০২৫ খ্রি.) বিকাল আনুমানিক ০৪.৩০ ঘটিকায় রাজিবপুর থানাধীন সুইসগেট এলাকায়চেকপোস্ট পরিচালনা করে ইয়াবাসহ উক্ত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন উলিপুরে ১৬ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম। উক্ত বিষয়ে কুড়িগ্রামের উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে এবং রাজিবপুরে ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করে রাজিবপুর থানা পুলিশ।
এখানে উল্লেখ্য যে, মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে বলে এর আগে অসংখ্যবার জানানো হলেও জেলা মাদকদ্রব্যের গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে থাকায় মাদকমুক্ত সমাজ বিনির্মানে কার্যকরী কোনো কাজের কাজ হচ্ছে না বলে অভিমত প্রকাশ করেছেন জেলার সচেতন নাগরিক।