
সত্য প্রকাশ ন্যায়ের সাথে
সরকার মুঠোফোনে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান (এমএফএস) নগদকে বেসরকারি খাতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটির জন্য বিনিয়োগকারী খুঁজতে আগামী এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি জারি করা হবে। তথ্যটি জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
ঢাকার সোনারগাঁও হোটেলে আজ অনুষ্ঠিত ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে গভর্নর জানান, বর্তমান পরিস্থিতিতে দেশের এমএফএস খাতে কার্যক্রম সীমিত এবং একমাত্র বড় প্রতিষ্ঠানই কার্যক্রম চালাচ্ছে। এ খাতে আরও প্রতিযোগিতা এবং নতুন বিনিয়োগ আনা জরুরি। এজন্য নগদকে ডাক বিভাগের নিয়ন্ত্রণ থেকে সরিয়ে বেসরকারি খাতে আনা হচ্ছে এবং সেখানে কৌশলগত বিনিয়োগকারী আনাও হবে।
গভর্নর আরও বলেন, নগদে ইতিমধ্যে বড় ধরনের সংস্কার করা হয়েছে। আগের মালিকদের কারণে ইওসি-সংক্রান্ত নানা অনিয়মের সমস্যা সমাধান করা হয়েছে। প্রায় দেড় কোটি ভুয়া বা অকার্যকর হিসাব বাতিল করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি পুনর্গঠনের পথে রয়েছে।
তিনি উল্লেখ করেন, প্রযুক্তি খাতে বিনিয়োগের জন্য অভিজ্ঞ কৌশলগত বিনিয়োগকারী প্রয়োজন। বিকাশের মতো প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে শেয়ার ধরে নগদে বিনিয়োগ করলে এটি একটি যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে পুনরুজ্জীবিত হতে পারবে। গভর্নর আশা প্রকাশ করেন যে, এই পদক্ষেপ নগদকে নতুন সম্ভাবনা ও প্রতিযোগিতার পথে নিয়ে যাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার, এবং সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন।