
সত্য প্রকাশ ন্যায়ের সাথে
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে আদালত চার্জশিট গ্রহণ করেছে। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দীন মামলার তদন্ত কর্মকর্তা দাখিল করা চার্জশিটের গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানি শেষে এই আদেশ দেন।
শুনানিতে উপস্থিত ছিলেন নিহত আলিফের বাবা ও মামলার বাদী জামাল উদ্দিন। চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী আদালতে যুক্তি উপস্থাপন করেন। আদালত চার্জশিট গ্রহণের পাশাপাশি পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার নির্দেশ দেন।
এর আগে গত ১০ আগস্ট আদালত বাদীর উপস্থিতিতে শুনানির জন্য সমন জারি করেছিল। সেই মোতাবেক সোমবার জামাল উদ্দিন আদালতে হাজির হন। বর্তমানে চিন্ময়সহ ২০ জন আসামি গ্রেফতার রয়েছেন, বাকী ১৯ জন পলাতক।
গুরুত্বপূর্ণ এই হত্যাকাণ্ড ঘটেছিল গত বছরের ২৬ নভেম্বর, যখন চিন্ময় কৃষ্ণ দাসের জামিন সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনার পর তার বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এছাড়া পুলিশের ওপর হামলা, আদালতে বাধা প্রদান ও আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণসহ আরও ৫টি মামলা করা হয়েছিল।