
সত্য প্রকাশ ন্যায়ের সাথে
অফিসে স্মার্ট লুক আনতে কালো পোশাক সবসময়ই জনপ্রিয়। কারণ একরঙা কালোতেই ফুটে ওঠে নানা স্টাইল ও ব্যক্তিত্বের রূপ। তবে কালো পোশাক অনেক সময় শোক প্রকাশের প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়। আমাদের দেশের ফ্যাশন হাউসগুলোতে কালো শাড়ি, সালোয়ার, টপ, টিউনিক, ফ্রক, কোট, শার্ট কিংবা ফতুয়া সবই পাওয়া যায়। কিন্তু গরম আবহাওয়ায় কালো বা গাঢ় রঙের পোশাক খুব একটা আরামদায়ক নয়, কারণ এগুলো দ্রুত তাপ শোষণ করে শরীরকে অস্বস্তি এনে দেয়।
এই সময় তাই আরামের জন্য বেছে নিতে পারেন হালকা রঙের পোশাক। কামিজ, কুর্তি কিংবা ফতুয়া আধুনিক কাটছাঁটের সঙ্গে হালকা ফ্যাব্রিক ব্যবহার করলে এনে দেবে ভিন্ন মাত্রা। ঢিলেঢালা ফুলহাতা ডিজাইনের পোশাকও গরমে যেমন আরাম দেয়, তেমনি অফিস লুকে যোগ করে আধুনিকতার ছোঁয়া।
রঙের ক্ষেত্রে সাদা বা ছাই কালার গরমে চোখ ও মনকে এনে দেয় প্রশান্তি। পাশাপাশি হালকা গোলাপি, বাটার ইয়েলো, আইসি ব্লু, চেরি রেড, সোনালি কিংবা রুপালি—এসব রঙও গরমে ফ্যাশনে দারুণ মানিয়ে যায়। বিশ্ব ফ্যাশন ট্রেন্ডেও এই হালকা রঙের প্যালেট বেশ জনপ্রিয়।
কাপড়ের ক্ষেত্রে গরমে সবচেয়ে আরামদায়ক হলো সুতি। সুতির ভেতর দিয়ে সহজেই বাতাস চলাচল করতে পারে এবং ঘাম শোষণক্ষমতাও বেশি থাকে। সুতির পর লিনেন গরমে আরেকটি আদর্শ কাপড়—এতটাই হালকা যে শরীরে আছে কি না তা টেরও পাবেন না। এছাড়া খাদি, ভিসকস, ধুপিয়ান, শিফন কিংবা সিল্কের পোশাকও স্টাইল ও আরামের সমন্বয় ঘটায়। এসব কাপড়ে এমব্রয়ডারি, ব্লক প্রিন্ট বা জ্যামিতিক প্যাটার্নের কাজ থাকলে পোশাক হয়ে ওঠে আরও নান্দনিক, যা অফিস কিংবা বাইরে—যেকোনো পরিবেশেই মানিয়ে যায়।
তবে একটি বিষয় মাথায় রাখা জরুরি—রঙের সঙ্গে মানানসই পোশাক বেছে নেওয়া। কারণ কালোসহ যেকোনো গাঢ় রঙের পোশাক বেশি তাপ শোষণ করে, যা গরমে অস্বস্তি বাড়াতে পারে। তাই গরমে স্টাইল মানে জমকালো পোশাক নয়, বরং আরামদায়ক, হালকা এবং সাদামাটা পোশাকই আপনাকে দেবে স্বস্তি ও আকর্ষণীয় লুক।