
সত্য প্রকাশ ন্যায়ের সাথে
ভারতের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। গত ২২ আগস্ট তামিলনাড়ুর মাদুরাইয়ে তার সমাবেশে প্রায় ৪ লাখ মানুষ অংশ নেন। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপিকে ‘আদর্শিক শত্রু’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেন তিনি।
সমাবেশে হুঙ্কার দিয়ে বিজয় বলেন, “জঙ্গলে শেয়াল, চিতার মতো প্রাণী অনেক থাকে, কিন্তু সিংহ থাকে একটাই। সিংহ একা হলেও সেটি সিংহই থাকে। তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) কাউকে ভয় পায় না। পুরো তামিলনাড়ু আমাদের সঙ্গে আছে। আসুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়াই।”
রাজনীতিতে সক্রিয় হওয়ার পর থেকেই আলোচনায় আছেন থালাপতি বিজয়। ২০২১ সালে তার ভক্তক্লাব থেকে গড়ে ওঠা ‘বিজয় মাক্কাল ইয়াক্কালাম’ স্থানীয় নির্বাচনে ১৬৯ আসনের মধ্যে ১১৫টিতে জয় পায়। এরপর ২০২৪ সালে তিনি আনুষ্ঠানিকভাবে ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে) দল গঠন করেন।
বিজেপি-বিরোধী অবস্থানের পাশাপাশি এনইইটি পরীক্ষা, নাগরিকত্ব সংশোধনী আইন, জ্বালানির মূল্যবৃদ্ধি ইত্যাদি ইস্যুতেও তিনি সরব হয়েছেন। এমনকি ভোটকেন্দ্রে সাইকেলে চড়ে যাওয়া বা রমজানে মুসলিমদের সঙ্গে ইফতার করার মতো কর্মকাণ্ড তাকে বারবার আলোচনায় এনেছে।
শুধু রাজনীতি নয়, সিনেমাতেও তার জনপ্রিয়তা ব্যাপক। লিও, মার্শাল, সরকার, থেরিসহ একাধিক সুপারহিট সিনেমার নায়ক তিনি। রাজনৈতিক মঞ্চে তার প্রবেশও যেন সিনেমার মতোই নায়কোচিত। বিশ্লেষকদের ধারণা, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ডিএমকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে যাচ্ছেন থালাপতি বিজয়।