
সত্য প্রকাশ ন্যায়ের সাথে
আগামী সপ্তাহে চারদিনের সরকারি সফরে চীনে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, এ সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।
চীনের প্রেসিডেন্টের সঙ্গে সর্বশেষ দেখা হয়েছিল এ বছরের মে মাসে। সে সময় রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে আমন্ত্রণ পেয়ে মস্কো সফর করেছিলেন শি জিনপিং। এবার পুতিনের সফরকালে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে।
ক্রেমলিনপন্থি ভাষ্যকার পাভেল জারুবিন জানিয়েছেন, পুতিনের এই সফরে বৃহৎ পরিসরের বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা এখনও প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরটি ইন্টারন্যাশনাল জানিয়েছে, পুতিন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সামিটে অংশ নিতে পারেন। আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চীনে এই সামিট অনুষ্ঠিত হবে। চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিউ বিন জানিয়েছেন, সামিটে সদস্য রাষ্ট্রগুলোর অঞ্চল প্রধান, ২০টি দেশের রাষ্ট্রপ্রধান এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধি উপস্থিত থাকবেন। তবে পুতিন সেখানে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন কিনা তা এখনও নিশ্চিত হয়নি।
আরটি আরও জানিয়েছে, হাই রিভারের তীরে প্রেসিডেন্ট শি জিনপিং সফরকালীন সময়ে বৈশ্বিক নেতা ও তাদের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।