
সত্য প্রকাশ ন্যায়ের সাথে
সিরাজগঞ্জ পৌরসভার হোসেনপুর গ্রামের ঐতিহ্যবাহী লাল মসজিদের ইমাম মোস্তফা মাহমুদকে চাকরিচ্যুত করা হয়েছে। দীর্ঘ ১৪ বছর ধরে সম্মান ও গৌরবের সঙ্গে তিনি এ মসজিদে ইমামতি করে আসছিলেন। তিনি জামায়াতে ইসলামী সদর শাখার সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে ইমামতি থেকে সরানো হয়েছে। তাদের দাবি, যুব সমাজ মাদক থেকে ফিরে এসে দ্বীন ইসলামের পথে অগ্রসর হওয়ায় বিএনপির উপর মহলের নির্দেশে স্থানীয় নেতৃবৃন্দ এই সিদ্ধান্ত নেন।
গ্রামবাসী জানান, মোস্তফা মাহমুদ দীর্ঘদিন ধরে কোরআন ও হাদিসের আলোকে মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান জানাতেন। তাঁর আলোচনা শোনার জন্য দূর-দূরান্ত থেকে শ্রোতারা আসতেন। বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় তিনি নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন।
চাকরিচ্যুতির ঘটনায় এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন, আবার কেউ কেউ এটিকে এলাকার ধর্মীয় ও সামাজিক প্রভাব বিস্তারের লড়াইয়ের অংশ হিসেবে দেখছেন।