
সত্য প্রকাশ ন্যায়ের সাথে
ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। শনিবার (২৩ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পাকিস্তান দূতাবাসে এ বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান। এছাড়া ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন। তবে বৈঠক শেষে বিএনপির কোনো নেতা সংবাদমাধ্যমে বক্তব্য দেননি।
অন্যদিকে, জামায়াতে ইসলামী থেকে নেতৃত্ব দেন দলটির নায়েবে আমীর আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলের সদস্য সচিব আখতার হোসেন।
বৈঠক শেষে জামায়াত নেতা আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জানান, সার্ক পুনরুজ্জীবনসহ মুসলিমপ্রধান দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “গত ১৫ বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিছুটা একপেশে ছিল। এখন সরকারসহ সবার মধ্যে উপলব্ধি তৈরি হয়েছে—প্রতিবেশী সব দেশের সঙ্গে সুসম্পর্ক থাকা জরুরি।” এছাড়া বাংলাদেশ-পাকিস্তানের অমীমাংসিত ইস্যুগুলো দ্রুত নিষ্পত্তির ওপরও জোর দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “দুই দেশের মধ্যে শত্রুভাবাপন্ন সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি হয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর কাছে আমরা একাত্তরের বিষয়সহ বাংলাদেশের জনগণের চিন্তাধারা তুলে ধরেছি।”
প্রসঙ্গত, শনিবার দুপুরে দুই দিনের সফরে ঢাকা পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার এ সফরকে ঘিরে কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।