
সত্য প্রকাশ ন্যায়ের সাথে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে নবনির্মিত মাওলানা ভাসানী তিস্তা সেতুর বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) রাতে সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলাটি করেন। মামলায় কারও নাম উল্লেখ করা না হলেও চুরি হওয়া সংযোগ তারের মূল্য ধরা হয়েছে প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা।
এর আগে ২০ আগস্ট সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। কিন্তু উদ্বোধনের দিন বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে কর্তৃপক্ষ দেখতে পান সংযোগ তার চুরি হয়ে গেছে। বাধ্য হয়ে জেনারেটর ব্যবহার করে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়। তবে সন্ধ্যায় বিপাকে পড়েন সেতু দেখতে আসা হাজারো দর্শনার্থী। বৈদ্যুতিক বাতি জ্বলে না ওঠায় এলাকায় তৈরি হয় যানজট, সেই সঙ্গে ঘটে এক সড়ক দুর্ঘটনা; এতে একজন নিহত হন। বিষয়টি কর্তৃপক্ষ গোপন রাখলেও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠে।
এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চক্রবর্তী বলেন, “সেতুর উপর ও আশপাশের শোভাবর্ধনের বিদ্যুতের সংযোগ তার যারা চুরি করেছে তারা সাধারণ চোর নয়। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরাও নিরাপত্তা জোরদার করছি।”
স্থানীয়দের অভিযোগ, সেতু উদ্বোধনের আগেই এমন নিরাপত্তাহীনতা বড় ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। সংশ্লিষ্টদের দাবি, সেতুর মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটতে পারে।