
সত্য প্রকাশ ন্যায়ের সাথে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঘুষ দিয়ে শিক্ষক ও বিভিন্ন পেশায় নিয়োগের কারণে রাতারাতি পরিবর্তন আনা সম্ভব নয়।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জ্বল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “গ্রামের একজন স্কুলশিক্ষককে সমস্যা সমাধানের জন্য ঢাকায় আসতে হয় কেন? এর প্রয়োজন নেই। কিন্তু সিস্টেম এমনভাবে সাজানো যে, কেন্দ্রীয় পর্যায়ে না এলে ঘুষের টাকাটা আসবে কোথা থেকে? এটাই বাস্তবতা। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য।”
তিনি আরও বলেন, “ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ হয় ঘুষ দিয়ে, স্কুলে শিক্ষক নিয়োগ হয় ঘুষ দিয়ে, নার্সদের নিয়োগ হয় ঘুষ দিয়ে। যেখানে এ ধরনের অনিয়ম ও বৈষম্য চলছে, সেখানে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। আমাদের কাঠামোগত সংস্কার দরকার। জনগণের জন্য ন্যূনতম ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”
বিএনপি মহাসচিব মনে করেন, কল্যাণমূলক রাষ্ট্র গড়তে হলে বিদ্যমান কাঠামোতে মৌলিক সংস্কার আনতে হবে এবং সেই কাঠামোর মধ্যেই দুর্নীতি ও বৈষম্য রোধে কার্যকর উদ্যোগ নিতে হবে।