
আজ ১৮-০৫-২৪ দুপুর ১২ ঘটিকার সময় কাশিয়ানী সদর সন্ধা বাজারের পশ্চিম পাশে নতুন নির্মাণাধীন সেফটি টাংকি এর ভিতরে কাঠ-বাশ খোলার জন্য ১ জন রাজমিস্ত্রী টাংকির ভিতরে নামে এবং অক্সিজেনের অভাবে সে টাংকির ভিতরে গিয়ে ছটফট করতে থাকে।
তার এমন আচারণ দেখে সুমন নামে একজন কনটাক্টর টাংকির ভিতরে তাকে সাহায্য করতে নামে এবং সেও অক্সিজেনের অভাবে প্রথমে অজ্ঞান হয়ে যায়।

বিজ্ঞাপন
তাদের উদ্ধার করতে মুকুল নামে একজন ব্যক্তি টাংকির ভিতর নামার চেষ্টা করলে সেও অজ্ঞান হয়ে যায়।
তাদের কে ফায়ার সার্ভিস উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে নিয়ে আসে দুপুর ১ ঘটিকার দিকে। হাসপাতালে জরুরী বিভাগের কর্মরত ডা. সূচি ম্যাম তাদের মধ্যে দুইজন (রাজমিস্ত্রী ও সুমন) কে মৃত ঘোষণা করে।