
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বোরো ধান কিনতে উপজেলা কৃষকের মধ্যে লটারীতে ৪৩৫ জন কৃষক নির্বাচন করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। আজ বিকেলে ধান ক্রয় করে ১৩শত ৬মেটিক টন টার্গেটের উদ্বোধন।
আজ সোমবার বিকালে কসবা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্য্যলয় প্রাঙ্গনে কৃষক নির্বাচনের লটারী উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মো:শাহরিয়ার মুক্তার । এসময় উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাউছার সজিব, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্য্যলয়ের ভার প্রাপ্ত কর্মকর্তা মো:মোজাম্মেল হোসেন আজাদ,কুটি খাদ্য নিয়ন্ত্রকের কার্য্যলয়ের ভার প্রাপ্ত কর্মকর্তা জহুরা ভুইয়,সহকারী খাদ্য পরিদর্শক আবু হানিফ খান,বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ উপস্থিত ছিলেন।

কসবা উপজেলা নির্বাহী অফিসার মো:শাহরিয়ার মুক্তার জানান, বোরো মৌসুমে উপজেলায় ৪৩৫ জন কৃষকের নিকট থেকে ১৩ শত ৬টন মেঃটন ধান ক্রয় করা হবে। কিন্তু সরকারের নিকট সরাসরি ধান বিক্রয়ের জন্য কৃষক আবেদন করলেও এদের মধ্যে লটারীর মাধ্যমে ৪৩৫জন কৃষককে নির্বাচন করা হয়েছে। এছাড়া বোরো মৌসুমে এই উপজেলায় ১৩ শত ৬ মেঃটন কৃষকদের নিকট থেকে ক্রয় করা হবে বলে তিনি জানান। সৈয়দাবাদ গ্রমের কৃষক সেকান্দর ও পানিয়ারুপ গ্রামের কৃষক কামাল উদ্দিন মোখলেছ এর কাছ থেকে নগদ অর্থ দিয়ে ধান ক্রয় করে উদ্বোধন করতে দেখা যায়।