
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও নওগাঁ জেলা যুবলীগের সাবেক দায়িত্বপ্রাপ্ত নেতা মোঃ আবু আহমেদ নাসিম পাভেল এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে এক শোকবার্তায় সাধন চন্দ্র মজুমদার বলেন, মোঃ আবু আহমেদ নাসিম পাভেল এর মৃত্যুতে আমরা একজন ত্যাগী রাজনীতিবিদকে হারালাম।তার শূণ্যতা পূরণ হবার নয়।

শোকবার্তায় খাদ্যমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ১৯ শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ হতে তিনি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। আজ মঙ্গলবার দুপুর তিনটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।