1. dailyamarkothabd@gmail.com : admin :
  2. hmhabibullah2000@gmail.com : Habib :
  3. sabbirmamun402@gmail.com : Sabbir :
ময়মনসিংহের নগর পিতা - দৈনিক আমার কথা
শনিবার, ২৫ মে ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন
শনিবার, ২৫ মে ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন

ময়মনসিংহের নগর পিতা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪

ঘড়ি প্রতীকে ইকরামুল হক টিটুর ঐতিহাসিক বিজয়কে সাধারণ মানুষের বিজয় হিসেবে আখ্যায়িত করছেন নগরবাসী।

যে মানুষটি এ নগরের মানুষের বিপদে আপদে সবার আগে এগিয়ে আসেন,নিজের পরিবার মনে করেন,

তাকে নগরবাসীর পূর্ণ সমর্থন ও ভালবাসায় আগলে রাখার উদাহরণ তৈরী করেছেন।

প্রবীন একজন নারী ভোটারের দাবী,শুধু টিটু ভাইরে ভোট দেওনের লাইগ্গাই ভোট দিতাম আইচি,এই লোকটারে ভোট না দিতারলে শান্তি আইতো না মনে।

খুউব ভালা মানুষ, মমিসিং এর মাইনষের লাইগ্গা কেও যদি থাহে এইডা মেয়র টিটু।।

 

একজন তরুনের দাবী যদি দুই লাখ আশি হাজার ভোট কাস্ট হয় তাহলে দুই লাখ পঞ্চাশ হাজার ভোট পাবে টিটু সাহেব।

 

ইকরামুল হক টিটু নগরবাসীর তার প্রতি আস্থার জন্য, পূর্ণ সমর্থনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন পাশাপাশি সকল ভোটার ও শুভানুধ্যায়ী বৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

মহান প্রতিপালকের সানুগ্রহে,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি মহোদয়ের বদান্যতায় ময়মনসিংহ নগর বাসীকে নিয়েই একটি উন্নত ও সমৃদ্ধ নগর বাস্তবায়নের অঙ্গীকার করেন ইকরামুল হক টিটু ।

প্রাপ্ত ভোট ১,৩৫,৯৫৯/

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

এ জাতীয় আরও খবর