
তার স্বপ্ন দেশ ও জাতির কল্যাণে কাজ করা। যতদিন বেঁচে থাকব ততদিন সমাজসেবা ও অসহায় পরিবারের জন্য কাজ করে যেতে চাই। সমাজে শুধু একজন শাহজালাল (পান কবিরাজ) হলে সমাজ পরিবর্তন হবে না। পরিবেশ ও মানুষের জীবন মান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। সিরাজদিখানে তিনদিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাসপুর এলাকায় তিনদিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন মা-বাবার দোয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো.শাহজালাল ( পান কবিরাজ)।
এসময় আরও উপস্থিত ছিলেন, মেলার কমিটির সোহাগ সরদার, থানার যুবলীগের সাবেক আহবায়ক সুমন মৃধা, মোস্তাফা ঢালী,পিন্টু খান, সেলিম দেওয়ান, মো. কায়েম, মামুন প্রমুখ।
মানবিকতার পরিচয় দিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করেছেন সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের মো.শাহজালাল( পান কবিরাজ)। কর্মব্যস্ততার পাশাপাশি নতুন-নতুন উদ্ভাবন করেও থেমে থাকেননি তিনি। অসহায় মানুষের পাশে দাঁড়ানো,অসহায়কে খাদ্যসামগ্রী প্রদান, নিরাপদ খাবার পানির জন্য টিউবওয়েলের ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খেলার সামগ্রী, এতিম মেয়েদের বিবাহসহ বিভিন্ন কাজে তিনি সহযোগীতা করেন।