
প্রচেষ্টা ব্লাড ব্যাংক (PBB) বাংলাদেশ রক্ত দাতাদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রচেষ্টা ব্লাড ব্যাংকের সূচনা শুরু হয়েছিল ২০১৭ সালের ১০ই আগস্ট । প্রচেষ্টা ব্যাংক (PBB) বাংলাদেশ প্রতিষ্ঠাতা আবু বকর সুমন । যার প্রধান উদ্দেশ্য ছিল রক্তদান । প্রচেষ্টা ব্লাড ব্যাংক (PBB) বাংলাদেশ এর প্রধান কার্যালয় বীরগঞ্জ উপজেলায় অবস্থিত।

“প্রচেষ্টার অঙ্গীকার,
রক্তে মারা যাবে না কেউ আর”
প্রচেষ্টা ব্লাড ব্যাংক শুধু রক্তদানের থেমে থাকে নি ধাপে ধাপে বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে সমাজ উন্নয়নে ও সমাজ সংস্কারে এগিয়ে আসে। প্রচেষ্টা ব্লাড ব্যাংক এ পর্যন্ত রক্ত ম্যানেজ করে দিয়েছে ২৫ হাজার ব্লাড এর মাধ্যমে এক বিশাল জনগোষ্ঠীকে সেবা প্রদান করতে সক্ষম হয়েছে। প্রচেষ্টা ব্লাড ব্যাংকে এ পর্যন্ত বাংলাদেশের ২৫ টি শাখা রয়েছে তবে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি কোনায় জেলা ও উপজেলায় প্রচেষ্টা ব্লাড ব্যাংক এর শাখা ছড়িয়ে দেওয়া জন্য কাজ করছে।
এক ব্যাগ রক্তের কারনে যদি
বাচাঁতে না পারি একটি প্রান
মনুষ্যত্বহীন মানুষ সেইতো
পশুর সমান।
রক্তের অভাবে ঝরবেনা
আর কোন প্রান
আমরা হাজারো তরুন তরুণী
করবো স্বেচ্ছায় রক্ত দান।
প্রচেষ্টা ব্লাড ব্যাংক এ পর্যন্ত নিজ অর্থায়নে এখন পযন্ত ৯০ টি ক্যাম্পেইন এর মাধ্যমে হাজার হাজার মানুষকে রক্তের গ্রুপ বিনামূল্যে পরিক্ষা করে দেওয়াই সক্ষম হয়েছে এবং পর্যায়ক্রমে কাজ চলছে।
প্রচেষ্টা ব্লাড ব্যাংক শুধু রক্তদানেই থেমে নেই প্রতিবছর শীতকালে দুস্তদের মাঝে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ করে থাকে।
২০১৭ সালের বন্যায় কুড়িগ্রামে এান বিতরন করা থেকে শুরু করে । বিভিন্ন সময় রাস্তায় থাকা ভবঘুরে ছিন্নমূল মানুষের মুখে ১বেলা আহার তুলে দেন ।এলাকা ভিত্তিক কোরআন শরিফ প্রতিযোগিতার আয়োজন করেন । বিভিন্ন স্কুল, কলেজ মাদ্রাসা, মেইন মেইন সড়কে বৃক্ষ রোপন করেন।
“প্রচেষ্টার অঙ্গীকার, রক্তের অভাবে মারা যাবেনা কেউ আর”
“রক্ত দিলে হয় না ক্ষতি জাগ্রত হয় মানবিক অনুভূতি”
আসুন আমরা সকলেই রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে আসি।