
মন সুন্দর যার
সে রাখে দেশ পরিষ্কার।
এই স্লোগান কে সামনে রেখে মনোহরদী পৌরসভার মেয়র জনাব আমিনুর রশিদ সুজন মনোহরদী পৌরসভার আওতাধীন সকল এলাকা ও রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্ন রাখার কার্যক্রম শুরু করেছেন।
মনোহরদী পৌরসভার মেয়র জনাব আমিনুর রশিদ সুজন সাহেবের এই কার্যক্রম সম্পর্কে মনোহরদী পৌরসভার বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, বিগত সময়ে জনাব আমিনুর রশিদ সুজন(মেয়র,মনোহরদী পৌরসভা) মনোহরদী পৌরসভার আনাচে-কানাচে সকল রাস্তা-ঘাট মেরামত করা সহ মানুষের উপকারার্থে নতুন নতুন রাস্তা তৈরী করেছেন।জনাব আমিনুর রশিদ সুজন সাহেব তার সময় কালে যতগুলো রাস্তার কাজ করেছেন বা এখনো করে যাচ্ছেন তা হয়তবা মনোহরদী পৌরসভা তথা সারা বাংলাদেশে বিরল।তাছারাও বিভিন্ন দুর্যোগকালীন সময়ে মনোহরদী পৌরসভা তথা সবার জন্য জনাব আমিনুর রশিদ সুজন সাহেবের দরজা সব সময় ছিল খোলা।সরকারি সকল সাহায্য সহযোগিতার পাশাপাশি জনাব আমিনুর রশিদ সুজন সাহেব উনার ব্যক্তিগত ভাবেও আমাদের পাশে ছিলেন।তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিগত সময়ের করোনা মহামারি।করোনার সময়ে যখন সকল কিছু বন্ধ ছিল তখনও আমাদের মানবিক মেয়র জনাব আমিনুর রশিদ সুজন সাহেব নিজের জীবনের ঝুকি নিয়ে আমাদের খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় জিনিস পত্র আমাদের কাছে পৌঁছে দিয়েছেন।আর উনার এসব কার্যক্রম শুধু মনোহরদী পৌরসভার ভেতরে সীমাবদ্ধ ছিল না মনোহরদী পৌরসভার আশেপাশের এলাকায় ও তিনি ছুটে গিয়েছেন মানুষের সেবায়।উনি বলতেন,আমি ব্যক্তিগত ভাবেও সবার,মেয়র হিসেবেও সবার।মানুষ আমাকে তাঁদের প্রয়োজনে নির্বাচিত করেছে।তাই আমরা উনাকে মানবিক মেয়র উপাধি দিয়েছি
বর্তমানে ও আমাদের মানবিক মেয়র জনাব আমিনুর রশিদ সুজন সাহেব উনার করা উন্নয়ন এর ধারাবাহিকতা বজায় রাখতে ও মনোহরদী পৌরসভা টি কে একটি আধুনিক পৌরসভায় রূপান্তর করতে প্রতিদিনই নতুন নতুন পরিকল্পনা নিয়ে আসছেন।তার ই একটি হচ্ছে মনোহরদী পৌরসভা টি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।আর এই কার্যক্রমের স্লোগান হচ্ছে,”মন সুন্দর যার,সে রাখবে দেশ পরিষ্কার”।আমিনুর রশিদ সুজন সাহেব সব সময় সকাল ৭ টা থেকে উনার কার্যক্রম শুরু করেন।পৌরসভার রাস্তা-ঘাট সহ সকল উন্নয়ন এর কাজ তিনি নিজে উপস্থিত থেকে পর্যবেক্ষন করেন যার ফলে এসব কার্যক্রমে দূর্নিতি হওয়ার কোন সুযোগ নেই।আর আমরা ও দীর্ঘস্থায়ী ফলাফল পাচ্ছি।পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম টি তে জনাব আমিনুর রশিদ সুজন সাহেব পরিচ্ছন্নতা কর্মীদের সাথে নিয়ে নিজের হাতে রাস্তা পরিষ্কার করেন।রাস্তায় চলাচলকারী মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে উদ্ভুদ্ধ করেন।তিনি আমাদের সাথে একজন সাধারণ মানুষের মত কথা বলেন।উনি আমাদের সাথে সব সময় বন্ধু-সুলভ আচরণ করেন।উনার সাথে যে কোন বিষয়ে আমরা নির্ভয়ে ও নির্দ্বিধায় কথা বলতে পারি।
সর্ব-সাকুল্য আমরা মনোহরদী পৌরসভার সর্বস্তরের মানুষ আমাদের মানবিক মেয়র জনাব আমিনুর রশিদ সুজন এর সকল কার্যক্রমে সন্তুষ্ট। এক কথায় তাঁকে ভোট দিয়ে আমরা ভুল করি নি।আমাদের ভোট বৃথা যায় নি।পরবর্তী তে ও আমরা জনাব আমিনুর রশিদ সুজন সাহেব কে আমাদের মেয়র হিসেবে চাই।
জনাব আমিনুর রশিদ সুজন সম্পর্কে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা হাছিবা খান মহোদয় বলেন,জনাব আমিনুর রশিদ সুজন ব্যক্তিগত এবং মেয়র হিসেবে খুবই সৎ এবং ভালো মানুষ।সরকারি সকল কার্যক্রমে উনি খুবই সহযোগী এবং প্রভাবমুক্ত।
এসব বিষয়ে জনাব আমিনুর রশিদ সুজন সাহেব কে প্রশ্ন করা হলে তিনি বলেন,মনোহরদী পৌরসভার সার্বিক উন্নয়ন এর জন্যই জনগন ভোট দিয়ে আমাকে মেয়র বানিয়েছেন।মনোহরদী পৌরসভার প্রত্যেকটি নাগরিক কে তাদের প্রাপ্য অধিকার পৌঁছে দেওয়া আমার দায়িত্ব।আমি যতদিন বেচে থাকব মানুষের সেবা করে যাব ইনশাআল্লাহ।মনোহরদী পৌরসভা টি কে একটি আধুনিক ও স্মার্ট পৌরসভায় রূপান্তর করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করা ই আমার স্বপ্ন এবং আমার এই স্বপ্ন বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।