
আজ ১৭ এপ্রিল সোমবার সকাল ১১ টায় দেশব্যাপী ৫৬৪ টি মডেল মসজিদের মধ্যে ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন।
উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এই মডেল মসজিদ গুলি বাংলাদেশের মুসলিম উম্মার অনন্য এক সৌন্দর্যের প্রতীক হিসেবে থাকবে চিরকাল।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভার্চুয়ালে সংযুক্ত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা জনতা আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম।

মডেল মসজিদ উদ্বোধন
আরও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, উপজেলা নিবার্হী অফিসার বিপুল কুমার, জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সমির উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী ও সদস্য ঠাকুরগাঁও জেলা পরিষদ বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি গণসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকায় মুসল্লিএকরাম উপস্থিত ছিলেন।